
সংগৃহীত
টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাট থেকে অবসর নিলেও ওয়ানডে ফরম্যাটের নিয়মিত মুখ ভারতীয় দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। বর্তমানে ফরম্যাটটির আইসিসি র্যাঙ্কিংয়েও তারা ব্যাটারদের তালিকায় শীর্ষ পাঁচে আছেন। কিন্তু বুধবার (২০ আগস্ট) হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে হঠাৎ-ই উধাও হয়ে যায় রোহিত-কোহলির নাম।
প্রত্যেক সপ্তাহের বুধবার আইসিসি ছেলেদের ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করে। র্যাঙ্কিংয়ে প্রকাশ করা হয় শীর্ষ ১০০ ক্রিকেটারের নাম। কিন্তু সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সেরা ১০০ এর তালিকায় প্রথমে ছিল না রোহিত-কোহলির নাম।
জানা গেছে, টেকনিক্যাল সমস্যার কারণে রোহিত-কোহলির নাম প্রথমে ছিল না আইসিসির র্যাঙ্কিংয়ে। নিজেদের ভুল স্বীকার করে ক্রিকেটের অ্যালামানাকখ্যাত ইংল্যান্ডের উইজডেনকে আইসিসি বলেছে, এ সপ্তাহের র্যাঙ্কিংয়ে বেশ কিছু ইস্যু তৈরি হয়েছে। সেগুলো নিয়ে এখন তদন্ত চলছে। পরে আবারও ওয়ানডে র্যাঙ্কিংয়ে রোহিত-কোহলির নাম অন্তর্ভুক্ত করা হয়।
নতুন করে হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ৭৫৬ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান রোহিত শর্মার। চারে থাকা কোহলির রেটিং পয়েন্ট ৭৩৬। ৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শুবমান গিল। তিনে থাকা বাবর আজমের রেটিং পয়েন্ট ৭৩৬।
সূত্র: কালবেলা