শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে খামারীদের মাঝে গবাদিপশুর ঔষধ ও কার্ড বিতরণ

আদমদীঘিতে খামারীদের মাঝে গবাদিপশুর ঔষধ ও কার্ড বিতরণ

বগুড়ার আদমদীঘিতে প্রশিক্ষনপ্রাপ্ত খামারিদের মাঝে কৃমিনাশক আধুনিক প্রযুক্তিতে ঔষধ, ভিটামিন ও প্রানিস্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।

 সোমবার দুপুরে আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু প্রধান অতিথি হিসাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এইসব সামগ্রি বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ। উপস্থিত ছিলেন বগুড়া জেলা সহকারি পরিচালক (কৃত্রিম প্রজনন) ডা: সাজেদুল ইসলাম, অতিরিক্ত প্রানি সম্পদ কর্মকর্তা ডা: মাসুদুর রহমান, উপজেলা প্রানি সম্পাদ কর্মকর্তা ডা: মাহবুবুর রহমান, ভ্যাটেনারি সার্জন ডা: কামরুন নাহার, প্রানি সম্প্রসারণ কর্মকর্তা ডা: আজমেরি সাথী।

অনুষ্ঠানে প্রশিক্ষনপ্রাপ্ত ১২৫জন খামারিদের মাঝে গবাদিপশুর কৃমিনাশক ঔষধ ভিটামিন ও কার্ড বিতরণ করেন প্রধান অতিথি।

দৈনিক বগুড়া