শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুপচাঁচিয়ায় ৭ জুয়াড়ী গ্রেফতার

দুপচাঁচিয়ায় ৭ জুয়াড়ী গ্রেফতার

দুপচাঁচিয়া থানার সকল এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষে গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক বিরোধী ও জুয়া নিরোধকল্পে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান আলীর বিশেষ নির্দেশনায় থানার চৌকশ এসআই মোঃ আলেফ উদ্দিন,এসআই সাইফুল ইসলাম।

এএসআই রতন রায়,এএসআই মামুম ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ৭.৩৫ ঘটিকায় দুপচাঁচিয়া থানাধীন বড় করমজির চন্ডীমন্ডপ গ্রামে জনৈক মোঃ আজিজার মন্ডল এর আম বাগানে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় জুয়ার সরজামাদি সহ হাতে নাতে ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।আর বাকি খেলোয়ার পুলিশ আশার তের পেয়ে খুব দ্রæত পালিয়ে যায়।উক্ত আসামীরা হলো ১।মোঃসাজু আহম্মেদ(২৮).পিতা-মৃত হারুন অর রশিদ,২।মোঃ মাসুদ প্রাং(৩০).পিতা-মোঃ জসিম,৩।মোঃএমদাদুল হক(৪২),৪।মোঃ সাইফুল ইসলাম(৩২). উভয়ের পিতা-মোঃ নজরুল ইসলাম।

৫। মোঃ আতাউর রহমান(২৮).পিতা-মোঃ সেকেন্দার আলী ,৬। লালচাঁন (২৫).পিতা-মোঃআব্দুল কুদ্দুস,৭। মোৎরতন হোসেন(২২).পিতা-মোঃ শুকুরআলী, সর্ব সাং-বড় করমজি ,থানা- দুপচাঁচিয়া,জেলা-বগুড়া।এদেরকে জুয়া আইনে মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করে বলে থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে। আর অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানায়।

দৈনিক বগুড়া