শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাইজারে প্রেসিডেন্ট ভবনের কাছে ব্যাপক গোলাগুলি

নাইজারে প্রেসিডেন্ট ভবনের কাছে ব্যাপক গোলাগুলি

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামিতে প্রেসিডেন্ট ভবনের কাছে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে।

বুধবার সকালে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে।

নাইজারের নতুন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ বেজুমের শপথ নেয়ার মাত্র দু’দিন আগেই এই হামলার ঘটনা ঘটল।

প্রতিবেদনে জানানো হয়েছে যে, স্থানীয় সময় ভোর ৩টার দিকে তীব্র গোলাগুলি শুরু হয়। প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলি হয়েছে।

স্থানীয় এক অনলাইন নিউজপেপার জানিয়েছে, ভোর ৪টার দিকে পরিস্থিতি শান্ত হয়। এ বিষয়ে নাইজার সরকারের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে নাইজারে সশস্ত্র গোষ্ঠীর হামলা বেড়েই গেছে। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে বেজুমের জয়ের ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। সাবেক প্রেসিডেন্ট মোহামেন ওসম্যান নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছেন।

গত সপ্তাহে বেজুমের বিজয় নিশ্চিত করে দেশের শীর্ষ আদালত। এরপরই আগামী ২ এপ্রিল তার শপথ গ্রহণের জন্য ঘোষণা করা হয়। নাইজারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বেজুম।

দৈনিক বগুড়া