শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বিসিআইসি’র গোডাউন নির্মাণ স্থান পরির্দশন

বগুড়ায় বিসিআইসি’র গোডাউন নির্মাণ স্থান পরির্দশন

বিসিআইসির পরিচালক আমিন উল আহসান রোববার বগুড়া সিনজেনটা অফিসের সভা কক্ষে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ।বর্তমান সরকারের আমলে সার এর কোন  ঘাটতি নেই ।

পর্যাপ্ত পরিমান সার মওজুত আছে।কৃষক হতাশ হবার কোন কারণ নেই । কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে তাহলে নিকটস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগাযোগ করার জন্য বলা হয়।পরে  বগুড়া দ্বিতীয় বাইপাস সড়কের  মাদলা এলাকায় বিসিআইসি’র গোডাউন নির্মাণ  এর স্থান পরিদর্শন করেন  পরিচালক।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বগুড়া বিএফএ’র সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আব্দুল মালেক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ দুলাল হোসেন,অতিরিক্ত পরিচালক সোহেল মোঃশমিসুদ্দীন ফিরোজ,বগুড়া বিএফ এর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,রাজশাহী বিএফএর পরিচালক শ্রী অমিত কুমার ঘোষ,নাটোর বিএফ এর সভাপতি আব্দুস সালাম,পাবনা নর্থদান জোনের সেক্রেটারী আব্দুল কাদের রোকন,সহ সভপাতি হাফিজুর রহমান,বগুড়া বিএফ’র যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম ডাবলু,আব্দুস সোবহান জিন্নাহ,একরাম হোসেন,সদস্য জাহিদ হোসেন প্রমুখ।

দৈনিক বগুড়া