শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

বগুড়ায় মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে মুরগির খামারে কাজ করতে গিয়ে শিহাব বাবু (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে গোহাইল ইউনিয়নের গোহাইল পশ্চিমপাড়া গ্রামের অটো চালক ফারুক হোসেনের পুত্র।  

জানাগেছে, গোহাইল ইউনিয়নের খন্ডক্ষেত্র গ্রামের আব্দুল মান্নানের একটি মুরগির সেড ভাড়া নিয়ে মুরগি লালন পালন করছিলেন গোহাইল গ্রামের হবিবর রহমানের ছেলে রেজাউল করিম। শিয়ালের হাত থেকে মুরগি বাঁচাতে খামার মালিক ধাতব নেট দিয়ে ঘেরাও করে দেন খামারের চারপাশ।

রাতের বেলা ওই নেটের সাথে দেয়া হতো বৈদ্যুতিক সংযোগ। ওই খামারে দৈনিক শ্রমিক হিসেবে কাজ করতো শিশু শিহাব বাবু। সোমবার দুপুরে মুরগিকে খাবার দিতে খামারে যাওয়া মাত্রই শিয়ালের জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে শিশু শিহাব বাবুর।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন জানিয়েছেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

দৈনিক বগুড়া