শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ১৬ ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ায় ১৬ ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা

করোনা ভাইরাস প্রতিরোধে নতুন ঘোষিত বিধি-নিষিধ কার্যকরে অভিযান চালিয়েছে বগুড়া জেলা প্রশাসন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে শহরের বিভিন্ন জনবহুল এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা এ অভিযান চালান। এসময় করোনা ঘোষিত বিধি-নিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এর আগে, গত শনিবার(৫জুন) আশপাশের জেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বগুড়ায় নতুন করে বিধি-নিষেধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে বিধি- নিষেধ আরোও সত্ত্বেও সন্ধ্যার পর শহরের সাতমাথা, নবাববাড়ী রোড, চকযাদু রোড, টেম্পল রোডসহ বিভিন্ন এলাকায় জনসাধারণের বেশ উপস্থিতিসহ রেস্টুরেন্ট ও কিছু দোকানপাটও খোলা ছিল।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম জানান, অভিযানে বিধি-নিষেধ না মানায় সংক্রামক রোগ আইনে ১৬ ব্যবসায় প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে।

দৈনিক বগুড়া