শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ভ্যাকসিনমৈত্রী: বাংলাদেশকে ভারত অগ্রাধিকার দিচ্ছে’

‘ভ্যাকসিনমৈত্রী: বাংলাদেশকে ভারত অগ্রাধিকার দিচ্ছে’

বাংলাদেশের হাতে ২০ লাখ করোনার টিকা উপহার হিসেবে আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছে ভারত। এই টিকা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে মূল্যায়ন করছে বলে মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার ২০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছানোর পর এক টুইটবার্তায় তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে ভারত, ভ্যাকসিনমৈত্রীতে তারই প্রতিফলন ঘটেছে।

দুপুর দেড়টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের হাতে উপহারের টিকা তুলে দিয়েছে ভারত।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে পৃথকভাবে করোনার টিকার দুটি বক্স তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

ভারত উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও দেশটির সেরাম ইন্সটিটিউট প্রস্তুতকৃত ২০ লাখ করোনার টিকা বাংলাদেশকে দিয়েছে। উপহারের এই টিকা আজই বাংলাদেশে আসে।

টিকা নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ আজ বেলা ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দৈনিক বগুড়া