শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহাস্থান পর্যটক এলাকায় উন্নয়ন ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা হবে

মহাস্থান পর্যটক এলাকায় উন্নয়ন ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা হবে

বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক বলেছেন, আড়াই হাজার বছরের পুন্ডু নগরী ঐতিহাসিক মহাস্থানগড় শিবগঞ্জ উপজেলার মধ্যে অন্তর্ভূক্ত। এটা শিবগঞ্জ বাসীর অহংকার।

তিনি বলেন, পুন্ডু নগরী মহাস্থান গড়ে দেশ বিদেশ থেকে হাজার হাজার দর্শনার্থী পরিদর্শন করতে আসেন। তাই এই পর্যটক এলাকায় উন্নয়ন ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা হবে।

তিনি পর্যটক উন্নয়নের পাশাপাশি শিবগঞ্জ উপজেলার রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য সহ সর্ব ক্ষেত্রে উন্নয়নের সহযোগিতা করা হবে বলে জানান।বুধবার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আর্য়োজনে উপজেলা উন্নর্য়ন তহবিল ও জাইকা’র সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেঞ্চ, গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য বাই সাইকেল, ৬ জন ভিক্ষুককে মুদি দোকানের মালামাল সহ দোকানের চাবি হস্তান্তর উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম, ফাহিমা আক্তার, থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তারক নাথ কুন্ডু,ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, শফিকুল ইসলাম শফি।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম প্রমুখ। মত বিনিময় সভার পূর্বে জেলা প্রশাসক ৫জন ভিক্কুকদের মালামাল সহ দোকান ঘর ও শিক্ষার্থীদের মধ্যে বাই সাইকেল ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দের হাতে শিক্ষা উপকরন তুলে দেন। পরে তিনি শিবগঞ্জ থানা, সহকারী কমিশনার (ভূমি), রায়নগর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

দৈনিক বগুড়া