শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

`মানুষ হত্যার বিচার করা যাবে না বিএনপি এমন কালো আইন করেছিল`

`মানুষ হত্যার বিচার করা যাবে না বিএনপি এমন কালো আইন করেছিল`

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, বিএনপি আজ বড় বড় কথা বলে। বিএনপির আমলেই মানুষ হত্যার বিচার হবে না, কেউ আদালতে যেতে পারবেন না, এই কালো আইন পাস করেছিল সংসদে। 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এসএম কামাল বলেন, একটি স্বাধীন ভূ-খণ্ডের জন্য স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে ক্ষুদিরাম, সূর্যসেন, হাজী শরীয়তউল্লাহ, নেতাজী সুভাষ বোস, সোহরাওয়ার্দী, শেরে-ই বাংলা ফজলুল, প্রীতিলতারা জীবনকে উৎসর্গ করেছেন, কিন্তু সেই স্বপ্ন বাস্তবাায়ন করতে পারেনি। বাঙালির হিন্দু-মুসলমানদের সেই আরাধ্য সন্তান, টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করা শেখ মুজিব, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু থেকে যিনি জাতির পিতা হয়েছিলেন; এই বাংলার জনপদেও মানুষেরাই তাকে শেখ মুজিবকে থেকে বঙ্গবন্ধু; বঙ্গবন্ধু থেকে জাতির পিতা বানিয়েছিলেন। সেই বঙ্গবন্ধুকে ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করলো। 

তিনি আরও বলেন, ক্লিনহার্ট অপারেশনের নামে আওয়ামী লীগসহ বিরোধী দলের ১২৮ জন লোককে হত্যা করল। এসব হত্যার বিচার করা যাবে না মর্মে আইন করলো। এখন বিএনপি আজ বড় বড় কথা বলে।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আখতার হোসেন, লালবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান জামাল, ২০নং ওয়ার্ডের কাউন্সিলর মকবুল হোসেন প্রমুখ। 

দৈনিক বগুড়া