শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে এসিল্যান্ডের অভিযান, বাল্যবিবাহ বন্ধ

শেরপুরে এসিল্যান্ডের অভিযান, বাল্যবিবাহ বন্ধ

বগুড়ার শেরপুর উপজেলায় ১৩ বছর বয়সী মেয়েকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে অভিভাবককে অর্থদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলায় বাল্যবিয়ের আসরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাবরিনা শারমিন।

অভিযানে মেয়েটির অভিভাবককে ১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। সাবরিনা শারমিন বলেন, ‘বিয়ের বর প্রাপ্ত বয়স্ক হলেও মেয়েটির বয়স খুবই কম। বাল্যবিয়ে নিরোধ আইন অনুসারে মেয়েটির অভিভাবককে জরিমানা করা হয়েছে। মেয়ের বয়স আঠার বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েটি তার অভিভাবকের জিম্মায় থাকবে মর্মে মুচলেকা গ্রহণ করা হয়েছে।’

অভিযানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পালসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক বগুড়া