শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে মাস্ক না পরায় মোবাইল কোর্টে ১০ জনকে জরিমানা

শেরপুরে মাস্ক না পরায় মোবাইল কোর্টে ১০ জনকে জরিমানা

বগুড়ার জেলা প্রশাসক এর নির্দেশনা মোতাবেক ৯ আগষ্ট রবিবার বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শেরপুর উপজেলার সাধুবাড়ী, খন্দকারটোলা, ফাঁসিতলা, আন্দিকুমড়া, হামছায়াপুর, শেরুয়া বটতলা, ব্রাক বটতলা এলাকায় জনসচেতনতা বৃদ্ধি করতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখ ।

এসময় তিনি এসব এলাকার মানুষ স্বাস্থ্যবিধি মানছেন কি না ; তা পর্যবেক্ষণ করেন এবং মাস্ক না পরায় ৬ জনকে ৯০০ টাকা জরিমানা করেন। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতা বৃদ্ধি করতে মাইকিং করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য লোকজনকে অনুরোধ করা হয়।

অপরদিকে বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জামশেদ আলাম রানা। মাস্ক না পরায় তিনি ৪ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

দৈনিক বগুড়া