শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘সরকারি খরচে আইনগত সহায়তা পাওয়া যায়’

‘সরকারি খরচে আইনগত সহায়তা পাওয়া যায়’

বির্তক প্রতিযোগিতার মাধ্যমে স্কুলের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা চালাচ্ছে বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটি ও লাইট হাউস। ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। ব্যতিক্রম কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা চলমান রয়েছে।

সরকারি খরচে আইনগত সহায়তা পাওয়া যায়। গরিব অসহায় মানুষেরা বিনা খরচে ন্যায়বিচার পাবে- বিষয়টি এই কার্যক্রমের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

সামাজিক দুরত্ব বজায় রেখে রবিবার (২৯ নভেম্বর) বগুড়ার কাহালু উপজেলার কাজিপাড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় কক্ষে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘সরকারি আইনগত সহায়তা-ই পারে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ করতে’ শীর্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য দেন বীরকেদার ইউনিয়নের চেয়ারম্যান মো: সেলিম উদ্দিন, লাইট হাউসের পিপিজে বগুড়ার প্রকল্প সমন্বয়কারী রশিদা খাতুন, ছালমা, জনপ্রতিনিধি রুহুল আমিন, শাবান আকতার ছবি, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বেলাল উদ্দিন, শিক্ষক আব্দুল ওহাব, রাজু আহমেদ ও শিক্ষক-শিক্ষিকা সহ ১১০জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দৈনিক বগুড়া