শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

এবার কুয়াকাটায় পুকুরে ধরা পড়ল ইলিশ

এবার কুয়াকাটায় পুকুরে ধরা পড়ল ইলিশ

সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় ৩১৩ অ্যাগ্রো ফার্মের পুকুরে ৬০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ পাওয়া গেছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ডালবুঞ্জ এলাকায় ৩১৩ অ্যাগ্রো ফার্মের লেকে ইলিশ মাছটি পাওয়া যায়।

ফার্মের এ পুকুরটির পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট শাখা নদী। সেই নদী থেকে পুকুরে ইলিশটি প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুকুরে ইলিশ পাওয়ায় স্থানীয় মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। মাছটি দেখতে স্থানীয় লোকজন ভিড় জমান।

৩১৩ অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান মুফতি মো. হাবিবুর রহমান মিজবাহ বলেন, আমাদের ফার্মের লেকে জাল ফেললে অন্য মাছের সঙ্গে ইলিশ মাছটি দেখে অনেকে হতবাক হয়। বিষয়টি প্রথমে বিশ্বাস হয়নি। পরে ভালোভাবে পরীক্ষা করে মাছটি ইলিশ বলেই নিশ্চিত হয়েছি। 

৩১৩ অ্যাগ্রো ফার্মের পরিচালক মো. আরিফ বিল্লাহ বলেন, ইলিশ মাছ পেয়ে আমরা কিছুটা অবাকই হয়েছি। কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পুকুরে বা নদীর পানিতে ইলিশের স্বাদ ও গন্ধ সমুদ্রের মতো ঠিক থাকে না। নদীর তীরবর্তী এলাকা হওয়ায় অন্য মাছের সঙ্গে মাছটি পুকুরে আসতে পারে।

সূত্র: ঢাকা পোস্ট

সর্বশেষ: