শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষার অবকাঠামো নির্মাণে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে

শিক্ষার অবকাঠামো নির্মাণে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে

 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২৫ সালের মধ্যে দেশের সব পলিটেকনিক কলেজে পর্যাপ্ত শিক্ষার অবকাঠামো নির্মাণের জন্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।

মঙ্গলবার যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ‘নাহিদা জাহেদী ল্যাবরেটরি ভবন’ নির্মাণকাজের ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিশ্বের কোনো দেশের সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব হয় না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ সবেমাত্র স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হয়েছে। আমাদের এ পথ পরিক্রমায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার সহযোগিতা প্রয়োজন।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে কারিগরি শিক্ষাকে উন্নত করতে হবে। সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা খাতসহ নানা খাতে জাহেদী ফাউন্ডেশনের এ উদ্যোগ আমাদের এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা হয়ে থাকবে। তাদের মতো আরো অনেক সংগঠন আছে যাদের সামর্থ্য ও ভালো কাজ করার ইচ্ছা আছে, তাদের দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে।

দৈনিক বগুড়া