শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

দুটি সঙ্কলন গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন শেখ হাসিনা

দুটি সঙ্কলন গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন শেখ হাসিনা

সংগৃহীত

মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই 'সকলের তরে সকলে আমরা' ও 'আহ্বান' সঙ্কলন গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের আগে সঙ্কলন গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন করা হয়।

মন্ত্রিসভার বৈঠক সূত্রে জানা গেছে, এ বৈঠকের শুরুতেই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ১৯টি ভাষণের ওপর রচিত সঙ্কলন গ্রন্থ 'সকলের তরে সকলে আমরা'। আর ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত দেয়া জাতির উদ্দেশ্যে ভাষণের সঙ্কলন গ্রন্থ 'আহ্বান' এর মোড়ক উন্মোচন করেন সরকার প্রধান।

এরপর শুরু হয়ে মন্ত্রিসভার সভার বৈঠক। মূলত শবেবরাতের ছুটির কারণে দুই দিন পিছিয়ে আজ মন্ত্রিসভার বৈঠক বসেছে প্রধানমন্ত্রী কার্যালয়ে।

সূত্র: সময় নিউজ

সর্বশেষ: