
সংগৃহীত
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
গণ–অভ্যুত্থানের পর প্রথম কোনো ছাত্র সংসদ নির্বাচন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে অপেক্ষার প্রহর শেষ। আজ মঙ্গলবার সেই প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এ নির্বাচন শেষ পর্যন্ত হবে কি হবে না, এমন সংশয় ও প্রশ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মনে।
কালবেলা
মহামারি পর্যায়ে পৌঁছেছে ছদ্ম বেকারত্ব
দেশে ছদ্ম বেকারত্ব মহামারি পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ‘তরুণ সমাজের হতাশা এই সংকটের বাস্তব চিত্র তুলে ধরছে।’ গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ‘বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় ও এফবিসিসিআইর ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন এই অর্থনীতিবিদ। বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ) আয়োজিত এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাসরুর রিয়াজ, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।
যুগান্তর
নেপালে জেনজিদের বিক্ষোভে গুলি : নিহত ১৯
সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে নেপালে জেনজিদের (তরুণ প্রজন্ম) বিক্ষোভে পুলিশের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। সোমবার রাজধানী কাঠমান্ডুতে বিক্ষুব্ধ তরুণরা পার্লামেন্ট ভবনে ঢুকে পড়লে নিরাপত্তা বাহিনীর গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডুর বিভিন্ন স্থানে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। খবর কাঠমান্ডু পোস্ট, আলজাজিরার।
দেশ রূপান্তর
বাংলাদেশ এগোচ্ছে এই বয়ান ফেলে দিতে হবে!
দুর্নীতির পাশাপাশি হয়রানিকে রাষ্ট্রীয় ব্যাধি হিসেবে চিহ্নিত করে অর্থনীতির গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ) আয়োজিত ‘বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় ও এফবিসিসিআইয়ের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এমন বয়ান থেকে সরে আসারও আহ্বান জানিয়েছেন।
আজকের পত্রিকা
৫ হাজারের বেশি ‘ঝুঁকিপূর্ণ’ ক্লিনিক পুনর্নির্মিত হবে
দেশের গ্রামাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিক। তবে শুরুতেই কম বরাদ্দ এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে বিদ্যমান সাড়ে ১৪ হাজারের মধ্যে এক-তৃতীয়াংশ ক্লিনিকের অবকাঠামোই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্যবহার-অনুপযোগী এ বিপুলসংখ্যক অবকাঠামো পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সমকাল
সরকারের বেতন খাস, গুলি না করলে চাকরি খেয়ে নিব
জুলাই গণঅভ্যুত্থানের সময় শটগান থেকে পুলিশের গুলিতে আহত চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ হাসানসহ তিনজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ গতকাল সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তিনজন সাক্ষ্য দেন। অপর দুই সাক্ষী হলেন সাবেক এসআই আশরাফুল ইসলাম ও গাজীপুরের বাসিন্দা প্রত্যক্ষদর্শী সোহেল মাহমুদ। এই প্রথম কোনো পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন।
তারা সবাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, স্থানীয় এমপি, আওয়ামী লীগ, ছাত্রলীগসহ জড়িত সংশ্লিষ্টদের কঠোর বিচার দাবি করেন।
বণিক বার্তা
পায়রার মতো স্বপ্নভঙ্গ হতে পারে মাতারবাড়ীরও
প্রায় ৫৭ হাজার কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এ প্রকল্পের মাধ্যমে খনন করা হয়েছে ১৪ দশমিক ৩ কিলোমিটার নৌ-চ্যানেল। ২০২৩ সালে মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলেও তা থেকে জাতীয় গ্রিডে প্রত্যাশিত বিদ্যুৎ যোগ হচ্ছে না। অন্যদিকে নৌ-চ্যানেল রক্ষণাবেক্ষণে প্রতি বছর মোটা অংকের অর্থ খরচ হচ্ছে। এমন বাস্তবতা সামনে রেখে কক্সবাজারের মহেশখালী-মাতারবাড়ী এলাকা ঘিরে ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ সময়ের মধ্যে মহেশখালীকে সিঙ্গাপুর-সাংহাইয়ের আদলে উন্নত ও আধুনিক বন্দরকেন্দ্রিক শহরে রূপান্তর করা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। যেখানে গভীর সমুদ্রবন্দর, বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি ও এলপিজি টার্মিনাল, অর্থনৈতিক অঞ্চলের সমন্বয়ে বাংলাদেশের একটি শক্তিশালী অর্থনৈতিক হাব গড়ে উঠবে এবং দেশের জিডিপিতে ১৫০ বিলিয়ন ডলার যোগ করবে।
আজকের পত্রিকা
জুলাই সনদ বাস্তবায়ন: দলগুলো একমত না হলে বিশেষজ্ঞ মতামতই চূড়ান্ত
জুলাই সনদ বাস্তবায়নে রূপরেখা তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের মতামত দলগুলোকে জানানো হবে। দলগুলো তাতে একমত না হলে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে সুপারিশ করবে কমিশন।
সমকাল
প্রার্থী বৈচিত্র্যে লড়াইয়ের আভাস
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল প্রায় সাড়ে ছয় বছর আগে। ২৯ বছরের বিরতি দিয়ে ২০১৯ সালের মার্চে হওয়া সেই নির্বাচনও ছাত্রলীগের দাপট, ভোটারদের ভয় দেখানোর অভিযোগে কলঙ্কিত হয়েছিল। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন পরিস্থিতিতে আজ মঙ্গলবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৮তম ডাকসু নির্বাচন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনায় আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। একই সঙ্গে অনুষ্ঠিত হবে ১৮টি আবাসিক হল সংসদের নির্বাচন।
আজকের পত্রিকা
যমুনা রেলসেতু: পৌনে ১৭ হাজার কোটির সেতুতে চলে ৩৫ ট্রেন
প্রায় পৌনে ১৭ হাজার কোটি টাকায় নির্মিত যমুনা রেলসেতুতে দৈনিক গড়ে ট্রেন চলছে মাত্র ৩৫টি। প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষায় দেশের দীর্ঘতম এই রেলসেতু উদ্বোধনের পর প্রতিদিন গড়ে অন্তত ৮৮টি ট্রেন চলার কথা বলা হয়েছিল। অথচ উদ্বোধনের প্রায় ছয় মাস পর চলছে ওই লক্ষ্যমাত্রার অর্ধেকের কম ট্রেন।
দেশ রূপান্তর
খুলনার নদনদীতে ১২ মাসে ৫০ লাশ
খুলনা অঞ্চলের নদ-নদীতে ক্রমবর্ধমান লাশ উদ্ধারের ঘটনা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়াচ্ছে। গত ১২ মাসে এ অঞ্চলের বিভিন্ন নদ-নদী থেকে মোট ৫০টি লাশ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৩০টি লাশের পরিচয় শনাক্ত করা গেলেও ২০টি লাশ এখনো অশনাক্ত রয়ে গেছে। এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং স্থানীয় বাসিন্দারা এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
কালবেলা
সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ করতে হবে
সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিনিধিরা অভিযোগ করেছেন, বিগত ৫৩ বছরে কোনো সরকারই ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংস নির্যাতন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে। তাই সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
বিবিসি
বিক্ষোভে ১৯ জনের মৃত্যুর পর নেপালে সামাজিক মাধ্যম থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার
নেপালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১৯ জনের মৃত্যুর পর সে দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
সোমবার হাজার হাজার তরুণ-তরুণী রাজধানী কাঠমান্ডুতে পার্লামেন্ট ভবনে জোর করে প্রবেশ করার চেষ্টা চালায়।
ডয়চে ভেলে
সামাজিক মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিল নেপাল
ছাত্রদের বিক্ষোভের সামনে পিছু হঠতে বাধ্য হলো নেপাল সরকার। সামাজিক মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হলো। তবে রাজধানী কাঠমান্ডুতে এখনো উত্তেজনার পারদ তুঙ্গে। ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখনো পর্যন্ত ১৯ জন ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীরা দুপুরে পার্লামেন্ট ভবনে হামলা চালিয়েছিল। পরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পৈতৃক বাড়িতে তারা আক্রমণ করে। অন্যদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দেন। এরপরেই সরকার সামাজিক মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
কালের কণ্ঠ
পাঁচ জেলায় ৬ খুন, আরো ২ লাশ উদ্ধার/কুমিল্লায় নিজ বাসায় মা ও বিশ্ববিদ্যালয়ছাত্রী খুন
কুমিল্লায় নিজ বাসায় খুন হয়েছেন বিশ্ববিদ্যালয়ছাত্রী ও তাঁর মা। নারায়ণগঞ্জে এক কিশোর গ্যাং নেতাকে কুপিয়ে এবং ঢাকায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। চট্টগ্রামে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক গ্যারেজ মালিক। খুলনায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বিবাদে প্রতিপক্ষের ঘুষিতে মারা গেছেন এক গৃহবধূ।
সূত্র: ঢাকা পোষ্ট