শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

শ্রীলংকায় বোরকা নিষিদ্ধ

শ্রীলংকায় বোরকা নিষিদ্ধ

 

ইস্টার সানডেতে শ্রীলংকায় সিরিজ বোমা হামলার প্রেক্ষিতে বোরকা, নিকাবসহ নারীদের মুখ ঢেকে রাখা এমন সব পোশাক নিষিদ্ধ করেছে দেশটির সরকার। সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

নিরাপত্তার কারণ দেখিয়ে দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা রোববার বিশেষ ক্ষমতা বলে ওই নির্দেশনা জারি করেন। 

এদিকে সোমবার থেকেই এ নির্দেশনা কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। নতুন এ নিষেধাজ্ঞার কারণে দেশটির মুসলিম নারীরা এখন থেকে আর বোরকা, নিকাব বা মুখ ঢেকে রাখার পোশাক পরে বাইরে বেরোতে পারবেন না। তবে মাথায় ওড়না বা হিজাব পরতে পারবেন।

প্রসঙ্গত, গেল ২১ এপ্রিল গির্জা ও রেস্তোরাঁয় ভয়াবহ ওই সিরিজ বোমা হামলায় কমপক্ষে ২৫৩ জন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: