
ঝুমকোলতা একটি লতা জাতীয় শক্ত ও কাষ্ঠল উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এর কাণ্ড প্রথমে কোণযুক্ত থাকে, পরে গোলাকার ও ধূসর রং ধারণ করে।
পাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুলের মতো। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে আকর্ষি বের হয়।
ফুল একক, সুগন্ধিযুক্ত ৫টি হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এর ফুল ফোটে।
চলুন ঝুমকোলতা গাছের ঔষধি গুণ এবং বিভিন্ন প্রকার রোগ-প্রতিরোধ ও নিরাময়ে এর ব্যবহার সম্পর্কে জেনে নেই-
ভেষজ গুণাগুণঃ
এই গাছের রস ব্যথা দূর করে। পিঠের ব্যথায় খুবই উপকারী।
এটি অ্যালকালয়েড ব্লাড প্রেশার কমিয়ে দেয় এবং রেসপিরেটরি হার বাড়িয়ে দেয়।
যাদের যৌন আকাঙ্কা বা ইচ্ছা কম তাদের ক্ষেত্রে ইচ্ছা বৃদ্ধি করতে কার্যকর ভূমিকা পালন করে।
ঝুমকোলতার রস মূত্রবর্ধক হিসেবে কাজ করে।
এটা কৃমিনাশক হিসেবে কাজ করে।
ঝুমকোলতা যেকোন জীবাণু ধ্বংশ করে।
ঋতুস্রাবের সময় যাদের ব্যথা হয় তার এ গাছের রস ব্যবহার করলে ব্যাথা কমে যায়।
ঝুমকোলতা পাকস্থলীর নানা ধরনের সমস্যা দূর করে।
মৃগীরোগ, কাশি, এ্যাজমা, এলার্জি দূর করে।
ঝুমকালতা ফুল নিদ্রা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ঝুমকো লতা এর শুকনো পাতা হারবাল চা হিসেবে ব্যবহার করা যায়।
১০ গ্রাম পাতা চূর্ণ এক কাপ পানিতে পাঁচ মিনিট ভিজিয়ে ছেকে সেবন করলে রাতে ভালো ঘুম হয়।
দৈনিক বগুড়া