শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আজভ সাগরে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণ, নিখোঁজ ৩

আজভ সাগরে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণ, নিখোঁজ ৩

আজভ সাগরের কার্চ প্রণালীর কাছে রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন। শনিবার রাশিয়ার এ তেল ট্যাংকারটি রোস্তভ-অন-ডন বন্দরের দিকে যাচ্ছিলো।

এক বিবৃতিতে রাশিয়ার ফেডারেল মেরিটাইম এজেন্সি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল হাজি আসলানভ নামের এ ট্যাংকারে তেল বহন করা হচ্ছিলো না। জাহাজে জমে থাকা গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার রাশিয়ার দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ তিন ব্যক্তিকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৪০০ কিলোমিটার এলাকায় উদ্ধার অভিযান চালানো হয়েছে।

তেল ট্যাংকারে মোট ১৩ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ছয়জনকে উদ্ধার করা হয়েছে ও তিনজন নিখোঁজ। বাকি চারজন জাহাজের ডেকেই ছিলেন বলে জানা গেছে।

সূত্র- পার্সটুডে

দৈনিক বগুড়া

সর্বশেষ: