শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

নাইজেরিয়ায় স্কুল থেকে ৭৩ শিক্ষার্থীকে অপহরণ

নাইজেরিয়ায় স্কুল থেকে ৭৩ শিক্ষার্থীকে অপহরণ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি স্কুল থেকে ৭৩ জন শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার একটি স্কুল থেকে অস্ত্রের মুখে এই অপহরণের ঘটনা ঘটে বলে নাইজেরীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

এ নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে আট মাসে এক হাজারের বেশি স্কুলশিক্ষার্থী অপহরণের শিকার হয়েছে।

জামফারা প্রাদেশিক পুলিশের মুখপাত্র মোহাম্মদ শিহু এক বিবৃতিতে জানান, প্রত্যন্ত কায়া গ্রামে স্থানীয় সময় বুধবার সকালে একটি সরকারি স্কুলে হামলা চালায় দুর্বৃত্তদের বড় একটি দল। তিনি বলেন, হামলার পরপরই স্কুলের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের তুলে নিয়ে যায় সশস্ত্র ডাকাতরা।

শিক্ষার্থীদের উদ্ধারে সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযান শুরু করেছে পুলিশ।

নাইজেরিয়ায় বিভিন্ন অপরাধী চক্র স্থানীয়ভাবে ‘ডাকাত’ হিসেবে পরিচিত। অনেক বছর ধরে স্থানীয়দের মধ্যে ভীতি তৈরি করে চলেছে সন্ত্রাসীরা। সহিংসতা নিয়ন্ত্রণে বেশ হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনীগুলো।

প্রায়ই বিপুলসংখ্যক স্কুলশিক্ষার্থীকে অপহরণের পর অভিভাবকদের কাছে মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। বেশিরভাগ শিক্ষার্থীকে ছেড়ে দেয়া হলেও হত্যার শিকারও হয়েছে অনেকে।

চলমান পরিস্থিতিতে জামফারাসহ নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি প্রদেশে বাসিন্দাদের চলাফেরায় নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। গণঅপহরণ ও অন্যান্য সহিংসতা ঠেকাতে নেয়া হয়েছে এ পদক্ষেপ।

দৈনিক বগুড়া

সর্বশেষ: