রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসী হামলা, নিউজিল্যান্ডের সুপারমার্কেটে ছুরি-কাঁচি বিক্রি ব

সন্ত্রাসী হামলা, নিউজিল্যান্ডের সুপারমার্কেটে ছুরি-কাঁচি বিক্রি ব

নিউজিল্যান্ডের সুপারমার্কেটগুলো থেকে সরিয়ে নেয়া হয়েছে সব ধরনের ছুরি ও কাঁচি। গত শুক্রবার অকল্যান্ডের একটি সুপারমার্কেটে এক আইএস অনুসারী ছুরি হামলা চালানোর পর এ ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো।

স্থানীয় সময় গত শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটে অকল্যান্ডের কাউন্টডাউন সুপারমার্কেটে ঢুকে এক ব্যক্তি অন্য ক্রেতাদের ওপর হামলা চালান। তিনি বিক্রির জন্য রাখা ছুরিগুলোর একটি তুলে নিয়ে অন্তত ছয়জনকে আঘাত করেন। এসময় নিরাপত্তা বাহিনী গুলি চালালে প্রাণ হারান হামলাকারী। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন।

এর পরপরই নিজেদের সব সুপারমার্কেট থেকে ছুরি-কাঁচির মতো ধারালো বস্তু সরিয়ে নিয়েছে কাউন্টডাউন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির নিরাপত্তা বিষয়ক মহাব্যবস্থাপক কিরি হ্যানিফিন বলেছেন, গত রাতে আমরা আমাদের তাক থেকে সাময়িকভাবে সব ছুরি ও কাঁচি সরানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সেগুলো আর বিক্রি করা উচিত কি না তা বিবেচনা করা হচ্ছে।

এক বিবৃতিতে তিনি বলেন, আমরা চাই, আমাদের লোকজন যখন কাজে আসবে, বিশেষ করে গতকালের ঘটনা বিবেচনায় তারা নিরাপদ বোধ করুক।

কাউন্টডাউনের পাশাপাশি অন্য সুপারমার্কেটগুলোও তাদের তাক থেকে ধারালো ছুরি-কাঁচি সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

পুলিশের গুলিতে নিহত হামলাকারী শ্রীলঙ্কান নাগরিক। আদালতের আদেশ থাকায় তা নাম প্রকাশ করা হয়নি। ২০১১ সালে ওই ব্যক্তি নিউজিল্যান্ডে যান। জাসিন্ডা জানিয়েছেন, হামলাকারী আইএস মতাদর্শে বিশ্বাসী ছিলেন। আইন অনুসারে জেলে রাখা না যাওয়ায় পুলিশ তাকে সবসময় নজরদারিতে রাখতো।

দৈনিক বগুড়া

সর্বশেষ: