বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

করোনা বিধি-নিষেধ শিথিল করল কাতার

করোনা বিধি-নিষেধ শিথিল করল কাতার

করোনাভাইরাস সংক্রমণের হার কমে আসায় বিধি-নিষেধ শিথিল করেছে কাতার। নতুন নির্দেশনায় দেশটি স্বাভাবিক পরিস্থিতির দিকে চলতে শুরু করেছে। করোনা বিধি-নিষেধ শিথিল করার অংশ হিসেবে অনেক জায়গায় মাস্ক ছাড়া চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

গত বুধবার (২৯ সেপ্টেম্বর) কাতারের মন্ত্রিসভা ঘোষণা দিয়েছে, আগামী ৩ অক্টোবর থেকে কয়েকটি ক্ষেত্র ছাড়া বাইরের কাজকর্মে মাস্ক পরার বাধ্যবাধকতা থাকছে না। শুধু উন্মুক্ত জনসমাবেশ, বাজার, প্রদর্শনী, মসজিদ, স্কুল, বিশ্ববিদ্যালয় ও হাসপাতালগুলোতে মাস্ক পরতে হবে।

বাজার ও শপিংমলগুলো পূর্ণ ধারণক্ষমতায় চালু রাখা যাবে। ঢুকতে পারবে শিশুরাও। তবে প্রত্যেক দোকানে ক্রেতাসংখ্যার সর্বোচ্চ সীমা অনুসরণ করতে হবে।

ফুডকোর্টগুলো ধারণক্ষমতার ৫০ শতাংশ পূরণ করতে পারবে। শপিংমলে সব ধর্মীয় প্রার্থনার স্থান ও ফিটিং রুমগুলো (কাপড় পরিবর্তনের জায়গা) ফের খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: