রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

যমজ হলেও আলাদা বছরে জন্ম নিলো কন্যাশিশু

যমজ হলেও আলাদা বছরে জন্ম নিলো কন্যাশিশু

২০২২ থেকে ২০২৩ সাল শুরুর ঠিক মাহেন্দ্রক্ষণে যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মায়ের কোলজুড়ে এসেছে যমজ কন্যা সন্তান। নতুন বছরের শুরুতে দুই মেয়েকে পেয়ে উচ্ছ্বসিত ক্যালি জো স্কট নামে ওই নারী।

জানা গেছে, গত ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৫ মিনিটে প্রথম যমজ কন্যাসন্তানের জন্ম দেন আমেরিকান ক্যালি জো স্কট। মাত্র ৬ মিনিটের ব্যবধানে দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দেন তিনি। এর মাঝে নতুন বছর ২০২৩ শুরু হয়ে গেছে।

যমজ হলেও আলাদা বছরে জন্ম নিলো কন্যাশিশু

দুই কন্যা সন্তানের জন্মের সুসংবাদ তিনি ফেসবুকে পোস্ট করে সবাইকে জানিয়ে দেন। সেই সঙ্গে স্বামী ও দুই কন্যাসন্তানের ছবিও শেয়ার করেছেন। স্কট প্রথম কন্যা সন্তানের নাম রেখেছেন অ্যানি জো আর দ্বিতীয় যমজ কন্যা সন্তানের নাম রেখেছেন এফি রোজ।

যমজ হলেও আলাদা বছরে জন্ম নিলো কন্যাশিশু

দুই কন্যা সন্তান সুস্থ রয়েছে বলে জানিয়েছেন তিনি। দুই শিশুরই ওজন ৫ দশমিক ৫ পাউন্ড।

যমজ হলেও আলাদা বছরে জন্ম নিলো কন্যাশিশু

নতুন বছরের শুরুতে দুই কন্যাসন্তানকে পেয়ে আনন্দে আত্মহারা তাদের আত্মীয় স্বজন ও প্রতিবেশীরাও।

দৈনিক বগুড়া

সর্বশেষ: