শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

তৃণমূল বিধায়কের পা টিপে নেওয়ার ছবি ভাইরাল, বিজেপির কটাক্ষ

তৃণমূল বিধায়কের পা টিপে নেওয়ার ছবি ভাইরাল, বিজেপির কটাক্ষ

হুগলি-চুঁচুড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি শহর। কলকাতা থেকে ৩৫ কিমি উত্তরে অবস্থিত এই শহরে তৃণমূল ও বিজেপির নেতাকর্মীরা রাজনীতি নিয়ে বেশ সরব। সম্প্রতি চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের পা টিপে দিচ্ছেন দলেরই এক নেত্রী, এমন ছবি ভাইরাল হয়েছে। এ ঘটনার জেরে শুরু হয়েছে হইচই।

গ্রাম পঞ্চায়েতের সাবেক প্রধান এবং বর্তমান পঞ্চায়েত সমিতির নারী সদস্য রুমা রায় পালকে উদ্দেশ্য করে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ কটাক্ষ করে বলেছেন, ‘বিধায়কের পদসেবা করলে তবেই পদ ও ভোটের টিকিট পাওয়া যায়।’ বিধায়ক অসিত এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেছেন, তার পায়ে অস্ত্রোপচার হয়েছে এবং ১০৮টি সেলাই পড়েছে। ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে পা ব্যথা হয় তার।’

অসিত বলেন, ‘দলের কর্মী হিসাবে নয়, একজন মেয়ে, একজন বোন হিসাবে পা টিপে দিয়েছেন রুমা। এতে অন্যায় কিছু নেই। বিজেপির আহাম্মকরা কোনো শিক্ষা পায়নি তাই এসব বলছে।’ স্থানীয়রা জানান, সম্প্রতি রুমা তার ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করেন। সেই ছবি ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।

সূত্র: আনন্দবাজার

দৈনিক বগুড়া

সর্বশেষ: