শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

যেভাবে যত্ন নিলে হাতে বয়সের ছাপ পড়বে না

যেভাবে যত্ন নিলে হাতে বয়সের ছাপ পড়বে না

ত্বকের যত্নে আমরা কত কিনা করি। উজ্জ্বলতা বাড়ানোর সঙ্গে সঙ্গে ত্বকে যাতে সহজে বয়সের ছাপ না পড়ে সেজন্যও চেষ্টার কমতি থাকে না। কিন্তু শুধু ত্বকের যত্ন নিলেই কি হয়, সঙ্গে হাত পায়েরও যত্ন নেয়া জরুরি। কারণ মুখের ত্বকে বয়সের ছাপ না পড়লেও, হাতের ত্বকে অনেকেরই বয়সের ছাপ পড়তে দেখা যায়।

যত্নের কারণে মুখের ত্বক ভালো থাকে, কিন্তু অকালেই হাতের ত্বকে পড়ে বয়সের ছাপ। এমনকি চামড়া কুচকে যাওয়ার মতো সমস্যাও দেখা দেয়। কীভাবে যত্ন নিলে হাতে বয়সের ছাপ পড়বে না, চলুন জেনে নেয়া যাক- 

>> অতিরিক্ত পানির মধ্যে হাত থাকলেও ত্বক বুড়িয়ে যেতে পারে। তাই পানির কাজ করার সময়ে হাতে গ্লাভস পরে নিন।

>> রোদের অতিবেগুনি রশ্মি কেবল মুখের ত্বকেরই ক্ষতি করে না। হাতের ত্বকও নষ্ট করতে পারে। তাই রোদে বেরোনোর সময় অবশ্যই হাতেও মাখুন সানস্ক্রিন।

>> হাত ভালো রাখতে মাঝেমাঝে পার্লারে গিয়ে ম্যানিকিওর করান। পার্লারে যাওয়া সম্ভব না হলে বাড়িতে ঘরোয়া উপায়েই সেরে ফেলতে পারেন এটি। এতে হাত হয়ে উঠবে উজ্জ্বল ও নরম।

>> বারবার সাবান কিংবা স্যানিটাইজার দিয়ে হাত ধুলে ত্বক সহজেই তার স্বাভাবিক আর্দ্রতা হারায়। তাই যত বারই হাত ধোবেন, তত বার হাতে লাগান ময়শ্চরাইজার। ফলে হাতের ত্বক শুষ্ক হবে না।

>> হাত ভালো রাখার একটা উপায় হলো হাতে নিয়মিত ক্রিম মাখা। এই কাজটা আমরা অনেকেই ভুলে যাই। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নিয়ম মেনে হাতে ক্রিম মাখুন, এতে হাত হবে মোলায়েম।

দৈনিক বগুড়া

সর্বশেষ: