রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

স্বাস্থ্যকর ও সুস্বাদু ফিশ কাটলেট বানানোর সহজ রেসিপি

স্বাস্থ্যকর ও সুস্বাদু ফিশ কাটলেট বানানোর সহজ রেসিপি

সংগৃহীত

মাছ বাঙালির অন্যতম প্রিয় খাদ্য। তবে কাঁটার জন্য মাছ খেতে অনেকেরই সমস্যা হয়, বিশেষ করে বাচ্চাদের। কিন্তু শুধু মাছ ভাজা বা ভুনা নয়, মাছ দিয়ে নানা রকম মজাদার আইটেম তৈরি করা যায়। এর মধ্যে ফিশ কাটলেট একটি স্বাস্থ্যকর ও মজাদার খাবার।

কম সময়ে সহজেই বানানো যায় এই কাটলেট। চলুন, জেনে নিই রেসিপি।

উপকরণ
বড় মাছের পেটি (রুই, কাতলা, আইড় বা কোরাল)—৬ পিস

লেবুর রস—১ চা চামচ

সিদ্ধ আলু—১টি

সয়া সস—১ টেবিল চামচ

ধনেপাতা কুচি—২ চা চামচ

গোলমরিচ গুঁড়া—১ চা চামচ

লবণ—স্বাদমতো

টমেটো কেচাপ—২ চা চামচ

ডিম—১টি

কর্নফ্লাওয়ার—১ টেবিল চামচ

চাট মসলা—১/২ চা চামচ

কালোজিরা—১/২ চা চামচ

তেল—ভাজার জন্য

প্রণালী
১. প্রথমে বড় মাছের পেটিগুলো অল্প পানি ও লবণ দিয়ে একটি প্যানে ঢেকে সেদ্ধ করে নিন।
২. মাছ সেদ্ধ হয়ে গেলে সেটি ঠাণ্ডা করে কাঁটা বাদ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিন।
৩. একসঙ্গে একটি পাত্রে সিদ্ধ আলু, মাছ, ধনেপাতা, সয়া সস, কালোজিরা, চাট মসলা, গোলমরিচ, লেবুর রস, টমেটো কেচাপ ও লবণ দিয়ে ভালো করে মেশান।
৪. অন্য একটি বাটিতে ডিম ফেটিয়ে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। এবার এই ডিম-কর্ণফ্লাওয়ার মিশ্রণটি মাছের মিশ্রণে ঢেলে সব উপকরণ ভালোমতো মিক্স করুন।
৫. হাত তেল দিয়ে মেখে মাছের মিশ্রণ থেকে পরিমাণমতো নিয়ে কাটলেটের আকার দিন।

তারপর কাটলেটগুলো কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিন।
৬. প্যানে তেল গরম করুন। কাটলেটগুলো ডীপ ফ্রাই বা সামান্য তেল দিয়ে ফ্রাই করুন।
৭. দুই পাশে সোনালি বাদামী হয়ে এলে কিচেন টিস্যুতে তুলে অতিরিক্ত তেল শুষে নিন।

চাইলে পছন্দসই সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন।

এটি স্ন্যাকস হিসেবেই ভালো, আবার গরম ভাত বা পোলাওর সাথেও দারুণ লাগবে। হাতের কাছে সব উপকরণ থাকলে আজই বানিয়ে দেখুন এই সুস্বাদু ফিশ কাটলেট।

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ: