সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নেই: আইন উপদেষ্টা

গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নেই: আইন উপদেষ্টা

সংগৃহীত

গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এ কথা বলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় সেনাপ্রধান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে তাঁর (সেনাপ্রধান) সাম্প্রতিক চীন সফরের বিষয়ে অবহিত করেন। সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ বেলা ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। রীতি অনুযায়ী সেনাপ্রধান সরকারিভাবে বিদেশ সফরে গেলে ফেরার পর সেই বিষয়ে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে অবহিত করতে হয়।

সেনাপ্রধান গত রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও তাঁর বাসভবনে সাক্ষাৎ করেছিলেন বলেও গণমাধ্যমে খবর হয়েছে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন, এ ধরনের তথ্য তাঁর জানা নেই। কয়েকটি পত্রিকায় দেখেছেন। অনলাইনে এ নিয়ে গুজব-গুঞ্জন হয়েছে বলেও দেখেছেন। এসব গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নেই। এটি হচ্ছে তাঁর বক্তব্য। আর সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে মাঝেমধ্যেই দেখা করেন, রাষ্ট্রপতির সঙ্গেও আগে দেখা করেছেন। তিনি বলেন ‘আমি মনে করি না এটি নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বৈঠক করেন। এরপর বিভিন্ন দাবি ও বক্তব্যের কথা এসেছে। এ বিষয়ে করা প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তি রাজনৈতিক দলগুলোর বিচার-বিবেচনা বোধের প্রতি আস্থা রয়েছে। এর আগেও বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ হয়েছে, মতবিরোধ শেষও হয়েছে। তিনি মনে করেন বিভিন্ন বিষয়ে মতভিন্নতা থাকলেও প্রয়োজনীয় মুহূর্তে তাদের মধ্যে ঐক্য দেখতে পাবেন।

অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন এটি প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, নির্বাচন কমিশনকেও সে রকম নির্দেশনা দেওয়া হয়েছে। তারা (ইসি) সব পদক্ষেপ গ্রহণ করছে। তার আগেই মতভিন্নতা যেটা আছে, সেটি দূর হয়ে যাবে বলে মনে করেন তিনি।

সূত্র: প্রথম আলো