মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

সংগৃহীত

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অপর্ণ করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বগুড়া জিলা স্কুল মাঠে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। এরপর বগুড়া শহরের মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি ও সহযোগী সংগঠন, বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ ।

প্রথমে পুস্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি. এম. ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ প্রমুখ।

জেলা পুলিশের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনসহ অন্যান্য কর্তকর্তারা। এরপর হাইওয়ে পুলিশ, পিবিআই পুলিশসহ আইন-শৃঙ্খলাবাহিনীর অন্যান্য কর্মকর্তাগণ পুস্পস্তবক অর্পণ করেন।

এদিকে বগুড়া জেলা বিএনপি এদিন সকালে মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা এ্যাডভোকেট সাইফুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহম্মেদ খান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালামসহ অনেকে। এছাড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিকদল, তাঁতীদল, মৎসজীবী দল ও জেলা জাসাসসহ অন্যান্য সহযোগি সংগঠন পুস্পস্তব অর্পণ করে।

একই সময়ে পুষ্পস্তবক অর্পণ করে বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া ও বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিমসহ অন্যান্য সদস্যরা।

দিবসটি উপলক্ষ্যে সকাল ৮টায় বগুড়া শহীদ চান্দু ষ্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, সালাম গ্রহন, কুচকাওযাজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এরপর বেলা ১২ টায় বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংর্ধনা প্রদান করা হয়। এছাড়াও দিবসটিকে ঘিরে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, তিন দিনব্যাপি বিজয়মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পন্যের) আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।