শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে তিন একাডেমিক ভবন উদ্বোধন করলেন এমপি হাবিব

শেরপুরে তিন একাডেমিক ভবন উদ্বোধন করলেন এমপি হাবিব

শেরপুরে সাড়ে ছয়কোটি টাকা ব্যয়ে তিনটি উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪) বেলা বারোটায় উপজেলা মহাবাগ উচ্চ বিদ্যালয় প্রাঙণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে এই আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন হওয়া বিদ্যালয়গুলো- উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয়, কুসুম্বী ইউনিয়নের তাতড়া উচ্চ বিদ্যালয় ও শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। 

হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শামীম ইফতেখার, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এড. রেজাউল করিম মজনু, আ.লীগ নেতা জুলফিকার আলী সঞ্জু, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান ভুট্টো, কৃষকলীগ নেতা এসএম আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক আবু সাঈদ, দানিসুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা আবু বকর সিদ্দিক প্রমূখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকার দলীয় জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে পাঁচ কোটি ছিয়াত্তর লাখ টাকা ব্যয়ে হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয় ও তাতড়া উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট পৃথক একাডেমিক ভবন এবং পচাত্তর লাখ টাকা ব্যয়ে শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে দ্বিতল একাডেমিক ভবন নির্মিত হয়েছে। বৈশিক মহামারী করোনা ভাইরাসের কারণে জনসমাগম এড়িয়ে ঘরোয়া পরিবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত ভবনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এমপি হাবিবর রহমান।

দৈনিক বগুড়া