শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ফেন্সিডিলসহ ২ নারী গ্রেফতার

বগুড়ায় ফেন্সিডিলসহ ২ নারী গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ভারতীয় নিষিদ্ধ ৪০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।  রোববার সকাল ৯টায় আদমদীঘির অদুরে পূর্ব ঢাকারোড বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সান্তাহার ইয়ার্ড কলোনীর মোকছেদ আলীর স্ত্রী লাইলি বেগম (৫০) ও নওগাঁর রানীনগর উপজেলার পারইল গুচ্ছগ্রামের খোরশেদ আলীর স্ত্রী আসমা বেগম (৪০)। এ ব্যাপারে আদমদীঘি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, রোববার সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির পূর্ব ঢাকারোড নামক স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার উপ-পরিদর্শক রকিব উদ্দিন ও উপ সহকারি পরিদর্শক আশরাফুল ইসলাম ফোর্সসহ ওই স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও তাদের ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। উপ-পরিদর্শক রকিব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

দৈনিক বগুড়া