শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় খাবার হোটেলে জুয়ার আসর; ১৩ জুয়াড়ি গ্রেফতার

বগুড়ায় খাবার হোটেলে জুয়ার আসর; ১৩ জুয়াড়ি গ্রেফতার

বগুড়ার খাবার হোটেল এবং শ্রমিকদের বিশ্রামাগারে র‌্যাব-১২ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১৩ জন জুয়াড়িকে গেস্খফতার করেছে র‌্যাব বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া শহরের বাদুরতলা এলাকার মৃত জসিম উদ্দীনের ছেলে মোঃ লিটন শেখ (৩৯), শহরের কানুছগাড়ি এলাকার মো: জাহাঙ্গীর কবিরের ছেলে মো: আলামিন (৩৮), জলেশ্বরীতলার মৃত আবু মোহাম্মদ মুসার ছেলে মোঃ সৈয়দ আরিফ আহম্মেদ (৪৮), বৃন্দাবন পূর্বপাড়ার মৃত আঃ রহমান খলিফার ছেলে মোঃ রঞ্জু খলিফা (৩৬), বাদুরতলার মৃত আঃ জব্বারের ছেলে মোঃ চঞ্চল মিয়া (৪৯), বৃন্দাবন পাড়ার মৃত খাইরুল ইসলামের ছেলে মোঃ মুকুল মিয়া (৩৫) । আরেকটি অভিযানে শহরের সেউজগাড়ি এলাকার মো: শাজাহান মোল্লার ছেলে মোঃ আলম মোল্লা (৩৫), বাদুরতলার কুলিপট্টি এলাকার মোঃ মোজাম প্রমানিকের ছেলে লিটন প্রমানিক (২৪), গাইবান্ধা জেলা ও থানার বালাহাটা বাজার এলাকার মৃত জহির উদ্দীনের ছেলে মোঃ আঃ লতিফ (৩৬), শহরের সেউজগাড়ির মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ সাগর (২২), সেউজগাড়ী রেল কলোনীর মৃত অকিমুদ্দিন শেখের ছেলে মেহেদী হাসান (২৫), সেউজগাড়ী,করিম হাজীর বাড়ির ভাড়াটিয়া মোঃ আঃ মান্নান মন্ডলের ছেলে ইসমাইল (২৮), সেউজগাড়ী এলাকার মৃত আজাহার প্রামানিকের ছেলে পান্না প্রামানিক (৩৫)।

জানা গেছে, র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল (২৯ জুন) মঙ্গলবার গভীর রাতে বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে বগুড়া জেলার সদর থানার সাতমাথা থেকে তিনমাথা গামী রাস্তায় রেলওয়ে মার্কেটের পশ্চিম পাশে শ্রমিক সমিতির অফিসের ভিতর জুয়া খেলারত অবস্থায় ১ থেকে ৬নং আসামিকে ১ বোতল বিদেশী মদ, ২ বান্ডিল তাস, ৫ টি মোবাইল, ৭ টি সীম এবং নগদ ১০ হাজার ৩শ’ টাকাসহ গ্রেফতার করে।

অপর একটি আভিযানিক দল (২৯ জুন) রাতে বগুড়া বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃতে বগুড়া জেলার সদর থানাধীন সাতমাথা হইতে তিনমাথা গামী পাকা রাস্তার উত্তর দিকে এবং রেল স্টেশনের দিলবার আকন্দ (৫৫) এর খাবার হোটেলের ২য় তলায় জুয়া খেলারত ৭ থেকে ১৩ নং আসামিকে মোট ২ বান্ডিল তাস, বসার পাটি ১টি, ৭টি মোবাইল, ১১ টি সীম এবং নগদ ৩ হাজার ২শ’ টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে ।

দৈনিক বগুড়া