শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদের ছুটিতে বগুড়ায় করোনার টিকা প্রদান বন্ধ থাকছে ৪ দিন

ঈদের ছুটিতে বগুড়ায় করোনার টিকা প্রদান বন্ধ থাকছে ৪ দিন

ঈদের ছুটি উপলক্ষে বগুড়া সদরের তিনটি কেন্দ্রে ৪দিন করোনার টিকা প্রদান বন্ধ থাকবে। মঙ্গলবার(২০ জুলাই) থেকে শুক্রবার(২৩ জুলাই) পর্যন্ত সরকারি ছুটি থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে শনিবার(২৪ জুলাই) থেকে যথানিয়মে আবারও করোনার টিকা প্রদান শুরু হবে। সোমবার সন্ধ্যায় বিষয়টি পুণ্ড্রকথাকে নিশ্চিত করেছেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু। 

ডাঃ মিশু জানান, ঈদ উপলক্ষে বগুড়া সদরের তিনটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতাল এবং বগুড়া পুলিশ হাসপাতালে  মঙ্গলবার(২০ জুলাই) থেকে শুক্রবার(২৩ জুলাই) পর্যন্ত করোনার টিকা প্রদান বন্ধ থাকবে। তবে শনিবার(২৪ জুলাই) থেকে এসকল কেন্দ্রে আবারো করোনার টিকা প্রদান যথানিয়মে শুরু হবে। 

তিনি আরও জানান, শনিবার থেকে করোনার ২য় ডোজ টিকা দেয়াও শুরু করা হবে। 

দৈনিক বগুড়া