শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধুনটে অতিদরিদ্র পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

ধুনটে অতিদরিদ্র পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

পার্টনারস ইন সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল (পিএসডিআই) এর অর্থায়নে বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হতদরিদ্র ৬০টি পরিবারের মাঝে বিনামূল্যে ৩টি করে গাছে চারা বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি) এর বাস্তবায়নে ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্প (ডিআইডিপি) কালেরপাড়া কার্যালয়ে হতে এ চারা গাছ বিতরণ করা হয়। চারা গাছ বিতরণ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান আকন্দ।

ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্পের সিনিয়র ডিজাইনার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাঠ সমন্বয়কারি দিলীপ কুমার, সহকারি মাঠ সমন্বয়কারি শাহ আলম, সমাজসেবক এমরান হোসেন ও আল মাহমুদ।

দৈনিক বগুড়া