শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম: এমপি নুরুল ইসলাম

বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম: এমপি নুরুল ইসলাম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিলবলেই বাংলাদেশের জন্ম। তাঁর জন্ম হয়েছিল বলেই, এইচএম এরশাদপ্রেসিডেন্ট হয়েছিলেন। সরকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানকেইআলাদাভাবে দেখেন না। যদি তাই হতো সকল শিক্ষক শতভাগ বেতনপেতেন না। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার।

শিক্ষাখাতে বেশিঅগ্রাধিকার দিয়েছেন। আপনারা মানুষ গড়ার কারিগড়,প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলুন।আপনারা এ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে সমর্থন করুণ।সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের ফলে দেশ এগিয়ে যাচ্ছে। করোনাপ্রতিরোধে এ সরকারের ভূমিকা প্রশংসনীয়। সর্বস্তরের জনগণকেটিকার আওতায় আনতে সরকার টাকা দিয়ে বিভিন্ন দেশ থেকেটিকা সংগ্রহ করছেন।আপনারা সবাই টিকা গ্রহণ করুন এবংস্বাস্থ্যবিধি মেনে চলুন।

দুপচাঁচিয়া উপজেলার উনাহত সিংড়াসিদ্দিকীয়া আলিম মাদরাসার চারতলা ভিত বিশিষ্ট একাডেমিকভবনের নবনির্মিত একতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানঅতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন আদমদীঘি-দুপচাঁচিয়াএলাকার সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যানআলহাজ্ব এ্যাড. নূরুল ইসলাম তালুকদার। মঙ্গলবার দুপুরে মাদরাসার হল রুমে মাদরাসা পরিচালনা পরিচালনা পর্ষদের সভাপতিমাওঃ আবু জাফর মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও প্রভাষক মাওঃসুলতান আলীর পরিচালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্যরাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণসম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতিআঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, মাদরাসার অধ্যক্ষ মাওঃ শাহাদতহোসেন, প্রভাষক লুৎফর রহমান প্রমুখ।

দৈনিক বগুড়া