শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ভাষণের রয়েছে জাদুকরী আকর্ষণ-এমপি হাবিবর রহমান

বঙ্গবন্ধুর ভাষণের রয়েছে জাদুকরী আকর্ষণ-এমপি হাবিবর রহমান

বগুড়ার শেরপুরে শেরপুর টাউন কলোনী এ জে উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে এবং জানাতে বঙ্গবন্ধু কর্ণারের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ আগষ্ট) শেরপুর টাউন কলোনী এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর ধুনট) নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। 

 

অত্র বিদ্যালয়ের বাংলা শিক্ষক রামকৃষ্ণ এর পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ময়নুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, আ’লীগ নেতা শামীম ইফতেখার, আবু তালেব আকন্দ, কামাল শেখ, অত্র বিদ্যালয়ের সভাপতি মানিক শেখ, জিএস সুমন, জহুরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে জানতে শিক্ষার্থীদের বন্ধ ঘরের দরজা খুলে দেওয়া হল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ যখনই কানে বাজে, তখনই স্নায়ুতন্ত্রের ওপর এক অজানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মস্তিষ্কে গিয়ে এই আওয়াজ প্রবল প্রভাব বিস্তার করে। তখন মস্তিষ্কে অন্য চিন্তা আর জায়গা নিতে পারে না।

এক মোহনীয় আকর্ষণ মনকে অন্য দিগন্তে নিয়ে যায়। এমনকি চলন্ত যানবাহনে চলাচলকারী বা অন্য কাজে নিমগ্ন মানুষের মধ্যেও বঙ্গবন্ধুর ভাষণ সর্বদা অভাবনীয় এক প্রতিক্রিয়ার জন্ম দেয়। বাঙালির মুক্তির দূত হয়ে এক নবজাগরণ সৃষ্টি করে। তাই একে এ দেশের মানুষের মুক্তিনামা হিসেবে আখ্যা দেয়া যায়। বঙ্গবন্ধুর ভাষণের রয়েছে জাদুকরী আকর্ষণ। বিশেষ করে ৭ মার্চের ভাষণ। ভাষণের কথাগুলো চিন্ত করলে তা কোনো সূত্রের মধ্যেই ফেলা যায় না। সবকিছু ছাপিয়ে তা এক অনন্য উচ্চতায় উঠে যায়। বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে বহু গবেষণা হয়েছে। আরও হবে। তারপরও এর রহস্য উন্মোচিত হবে কিনা, আমরা সন্দিহান। তাই বঙ্গবন্ধু সম্পর্কে জানতে এই বুক কর্ণারের উদ্বোধন  করা হল।

 

দৈনিক বগুড়া