শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ১৭বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বগুড়ায় ১৭বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বগুড়ার শেরপুর উপজেলায় সতের বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. শাহজামাল ওরফে জামাল (৬২)। রবিবার (২২আগস্ট) ভোররাতে উপজেলার কুসুম্বী ইউনিয়নের আদম জামুর গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত হাসেন আলী প্রামাণিকের ছেলে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহজামাল ওরফে জামালকে গ্রেপ্তার করা হয়। বিগত ২০০৩সালে অস্ত্রসহ গ্রেপ্তার হন তিনি।

এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়। সেই মামলায় বিগত ২০১৮সালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রায় ঘোষণা করেন । রায়ে আসামি শাহজামাল ওরফে জামালকে সতের বছরের সাজা দেন। এরপর থেকেই  সে ঢাকায় পলাতক ছিলেন। একপর্যায়ে দীর্ঘ তিন বছর পর রাতের আঁধারে গ্রামের বাড়িতে আসেন। গোপনে এই সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানা মূলে তাকে করা হয়। সেইসঙ্গে একইদিন বিকেলেই আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

দৈনিক বগুড়া