শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধুনটে ডজন মামলার পলাতক আসামি গ্রেফতার

ধুনটে ডজন মামলার পলাতক আসামি গ্রেফতার

বগুড়ার ধুনটে এক ডজন মামলার পলাতক আসামি মাদক কারবারি আব্দুর রাজ্জাককে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ধুনট পৌরসভা কার্যালয়ের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। আব্দুর রাজ্জাক উপজেলার চরপাড়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে।

পুলিশ জানায়, আব্দুর রাজ্জাক এলাকার চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করতেন তিনি। এর আগে পুলিশ তাকে কয়েক দফা গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। কিন্ত আদালত থেকে জামিনে মুক্ত হয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। ২০১০ থেকে ২০২১ এর মার্চ পর্যন্ত তার বিরুদ্ধে ধুনট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১২টি মামলা হয়। একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকে পলাতক ছিলেন আব্দুর রাজ্জাক। শনিবার রাতে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে গোপনে বাড়ি ফেরার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, আব্দুর রাজ্জাককে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক বগুড়া