শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে মাদক সেবনের দায়ে তিনজনের জেল জরিমানা

আদমদীঘিতে মাদক সেবনের দায়ে তিনজনের জেল জরিমানা

বগুড়ার আদমদীঘি ও সান্তাহারে অভিযান চালিয়ে মারুফ (২৫), বুলবুল হাসান (২৩) ও হাফিজুল ইসলাম হাসু (৩২) নামের তিন হেরোইন ও গাঁজাসেবীকে আটক ও পরে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার দুপুরে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় এই আদেশ দেন।ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়,  রবিবার বেলা ১০ টা থেকে উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের নেতৃত্ব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলে পরিদর্শক নাজিম উদ্দীন তার লোকবল নিয়ে আদমদীঘি ও সান্তাহারের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালান।

হেরোইন ও গাঁজা সেবনের দায়ে আদমদীঘি উপজেলার দক্ষিন গনিপুর গ্রামের লেবু মিয়ার ছেলে মারুফ ও সান্তাহার ইয়াড কলোনীর মাসুদ রানার ছেলে বুলবুল হাসানকে ৭ দিনের বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা জরিমানা এবং সান্তাহার নতুন বাজারের রুহুল আমিনের ছেলে হাফিজুল ইসলাম সাকুকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায়।

দৈনিক বগুড়া