শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২হাজার ৩’শ কৃষকের মাঝে গাবতলীতে বিভিন্ন বীজ ও সার বিতরণের উদ্ধোধন

২হাজার ৩’শ কৃষকের মাঝে গাবতলীতে বিভিন্ন বীজ ও সার বিতরণের উদ্ধোধন

৯ নভেম্বর মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২হাজার ৩’শ কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণের উদ্ধোধন করেছেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গোপেশ চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, থানার ওসি জিয়া লতিফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহরাব হোসেন, শিবলী খন্দকার প্রমূখ।

২হাজার ৩’শ কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ বিতরণের মধ্যে ছিল শস্য, ভূট্টা, গম, সূর্যমূখী পেয়াঁজ, মুক ও মসুর ডাল। ২হাজার ৩’শ কৃষকের মধ্যে গতকাল মঙ্গলবার ৭’শ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করে উদ্ধোধন করা হয়। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান এর সাথে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।

দৈনিক বগুড়া