শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধুনটে বাল্যবিয়ে নিরোধকল্পে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে বাল্যবিয়ে নিরোধকল্পে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার ধুনট উপজেলায় বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন জোরদারকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী “অ্যাক্সিলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ প্রজেক্ট”এর কারিগরি ও আর্থিক সহায়তায় জাতিসংঘ জনসংখ্যা তহবিল কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্টের (সিডবিøউএফডি) সহযোগীতা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। কর্মশালায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল ইসলাম, ইউএনএফপিএ’র জেলা ফ্যাসিলিটেটর তানজিনা আক্তার, সিডবিøউএফডি’এর মাঠ ব্যবস্থাপক ফরহাদ হোসেন, কনসালটেন্ট রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাছানুল হাসিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।

দৈনিক বগুড়া