শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুপচাঁচিয়ায় আমন ধান ক্রয়ের লটারির মাধ্যমে ২০৯ কৃষক নির্বাচিত

দুপচাঁচিয়ায় আমন ধান ক্রয়ের লটারির মাধ্যমে ২০৯ কৃষক নির্বাচিত

২১ নভেম্বর  রোববার দুপচাঁচিয়া উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে সরকারি ভাবে আমন ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে ২০৯ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে এই লটারি পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার প্রামানিক, খাদ্য পরিদর্শক মোজাম্মেল হোসেন, সহকারী প্রোগ্রামার সাদ্দাম হোসেন, কৃষকদের প্রতিনিধি উপজেলা কৃষকলীগের আহŸায়ক আবু তাহের রানা, তালোড়া খাদ্য গুদাম কর্মকর্তা শাহেদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক সহ প্রমুখ।

দৈনিক বগুড়া