শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৫ জানুয়ারি বগুড়ার যেসব ইউপিতে ভোট

৫ জানুয়ারি বগুড়ার যেসব ইউপিতে ভোট

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপের ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২১ সালের ৫ জানুয়ারি দেশের ৭০৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে বগুড়ার ৫ উপজেলার ২২টি ইউনিয়ন রয়েছে।

ইউনিয়নগুলো হলো- আদমদীঘি উপজেলার আদমদীঘি সদর,  ছাতিয়ানগ্রাম, সান্তাহার(ইভিএম), নশরতপুর, কুন্দগ্রাম ও চাঁপাপুর। দুপচাঁচিয়া উপজেলার দুপচাঁচিয়া সদর, চামরুল, গুনাহার,  গোবিন্দপুর এবং জিয়ানগর। গাবতলী উপজেলার গাবতলী সদর, বালিয়াদিঘী, দক্ষিণপাড়া, দূর্গাহাটা, কাগইল, মহিষাবান, নারুয়ামালা, নশিপুর এবং রামেশ্বপুর।

শেরপুর উপজেলার গাড়িদহ এবং শিবগঞ্জ উপজেলার মোকামতলা।  শনিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে এ তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৭ ডিসেম্বর। বাছাই প্রক্রিয়া শেষ হবে ৯ ডিসেম্বর। আর ২০২১ সালের ৫ জানুয়ারি এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউপির ভোট হবে ১১ নভেম্বর। তৃতীয় ধাপে ১০০৩ ইউপির ভোট হবে ২৮ নভেম্বর। চতুর্থ ধাপের ভোট হবে ৮৪০ ইউপিতে ২৩ ডিসেম্বর। শনিবার পঞ্চম ধাপের তফসিল দেওয়া হয়।

এরমাধ্যমে পাঁচ ধাপে প্রায় চার হাজার ইউপির ভোটের তারিখ দেওয়া হয়। দেশের সাড়ে চার হাজার ইউপির মধ্যে বাকিগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই ভোটের প্রস্তুতি নেবে ইসি সচিবালয়।

দৈনিক বগুড়া