শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নন্দীগ্রামে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার মাস্ক বিতরণ করেন পৌর মেয়র

নন্দীগ্রামে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার মাস্ক বিতরণ করেন পৌর মেয়র

করোনা ভাইরাসের ৩য় ঢেউ মোকাবেলায় বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার উদ্যোগে টিকা গ্রহণ করতে আসা কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ১ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদে টিকা নিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মাস্ক বিতরণ করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত ও নন্দীগ্রাম পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আনিছুর রহমান ।

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব আব্দুল বাতেন,কাউন্সিলর সাইফুল ইসলাম, মহিলা কাউন্সিলর নুরুন্নাহার আকতার মিষ্টি প্রমুখ।এ সময় পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আনিছুর রহমান বলেন,নন্দীগ্রাম পৌরসভার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্কুল থেকে টিকা গ্রহণ করতে আসা কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ১ হাজার মাস্ক বিতরণ করছি ।সরকারি নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাস্ক সঠিক ভাবে পরানো সহ করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক থাকার জন্যে আহ্বান করেছি।

দৈনিক বগুড়া