শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় হয়ে গেল দিনব্যাপী ঘোড় দৌড় প্রতিযোগিতা

বগুড়ায় হয়ে গেল দিনব্যাপী ঘোড় দৌড় প্রতিযোগিতা

বগুড়ায় গ্রাম বাঙলার  ঐতিহ্য ‘ঘোরদৌড়’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার   শাজাহানপুর উপজেলার ঢাকন্তা গ্রামে এ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার মানুষ ভিড় করে। গ্রামের যুবকদের সংগঠন একতা সংগঠন এই ঘোড়দৌড়ের আয়োজন করে। 

দিনব্যাপি ঘোড়দৌড় প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী মো. খালেদ সাইফুল্লাহ রতন। বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ শামীম, ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম। সমাজসেবক আব্দুল্লাহহেল কাফি সরকারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ঢাকন্তা সোনার বাংলা একতা সংঘের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মোখলেছার রহমান প্রমুখ।

দিনব্যাপি এই ঘোরদৌড় প্রতিযোগিতায় বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৪টি ঘোড়া অংশ নেয়। খেলা দেখতে স্থানীয় গ্রামের হাজারও নারী-পুরুষ সমবেত হন। এ উপলক্ষে এলাকায় বসে গ্রামীণ মেলা। শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের জন্য গ্রামীণ ঐহিত্যপূর্ণ রকমারি খাবার মেলে এ মেলায়। আয়োজন কমিটির পক্ষ থেকে খেলা শেষে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জয়ীদের বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়।

দৈনিক বগুড়া