শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন সাহাদারা মান্নান

চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন সাহাদারা মান্নান

বগুড়ার সারিয়াকান্দিতে ২০২১-২২অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সমলয়ে বোরো হাইব্রিড ধান চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার সারিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কুতুবপুরে এ উপলক্ষে এক আলোচনা সভা ও চারা রোপণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংসদ পুত্র সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনছার আলী মাস্টার।

উপজেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম দুখু, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউল রহমান মিটু প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা কুদরত আলী।উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে খুব দ্রুত অল্প সময়ে ধানের চারা রোপণ করা সম্ভব। ফলে কৃষকের শ্রম সাশ্রয় হবে, কৃষি উৎপাদনও বেশী হবে। তাছাড়াও খরচ অনেক কম এবং লোকবল খুব কম প্রয়োজন।

দৈনিক বগুড়া