শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৯ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৯ হাজার টাকা জরিমানা

সরকার ঘোষিত ১১ দফা বিধিনিষেধ কার্যকরে বগুড়ায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিধি-নিষেধ কার্যকর করতে নির্বাহী হাকিমরা বগুড়া সদর উপজেলাসহ ৫ উজেলায় ৪১ টি মামলায় ৬৯ হাজার ২০০ টাকা জরিমানা করেন। এরমধ্যে শুধু মাত্র সদর ও বগুড়া পৌর এলাকায় ২০ টি মামলায় ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। বাকি চার উপজেলাগুলো হচ্ছে, শিবগঞ্জ, আদমদিঘী,শাজাহানপুর ও দুপচাঁচিয়া। 

বগুড়া জেলা প্রশাসনের সূত্রে জানায়, আইন না মানায় ৪১ মামলায় ভ্রাম্যমাণ আদালত মোট ৬৯ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেয়। এরমধ্যে বিভিন্ন ফার্মেসিতে ওষুধ আইন ১৫ হাজার টাকা, পরিবেশ সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা ও  স্থানীয় সরকারের পৌরসভা আইনে ৩ হাজার টাকাসহ মোট ৩৮ হাজার জরিমানা আদায় করা হয়।

এছাড়াও সরকার ঘোষিত ১১ দফা বিধিনিষেধ না মানায় সংক্রামক রোগ প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে ৩১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগি হিসেবে জেলা পুলিশ ও এপিবিএন পুলিশ এর সদস্যরা ছিলেন। 

দৈনিক বগুড়া