শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধুনটে হাইব্রিড ভূট্টা যুবরাজ’র মাঠ দিবস

ধুনটে হাইব্রিড ভূট্টা যুবরাজ’র মাঠ দিবস

বগুড়ার ধুনট উপজেলায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের হাইব্রিড ভূট্টা যুবরাজ’র কৃষক পর্যায়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের কৃষক আব্দুল মজিদের ফসলের মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ বগুড়ার রিজিওনাল সেলস্ ম্যানেজার (আরএসএম) কৃষিবিদ সেলিম উর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজসেবক শাহীন আলম। এসময় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের টেরিটরি সেলস্ ম্যানেজার (টিএসএম) রুহুল আমিন ও মোহাম্মদ মাহবুব আলম।

এসময় ব্র্যাক সিডের নির্বাচিত ডিলার আশাদুল হক, স্থানীয় ৭০জন কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।কৃষক আব্দুল মজিদ জানান, ব্র্যাক সিডের যুবরাজ ভূট্টা এবারই প্রথম আবাদ করেছেন। ২৬ শতক জমি থেকে তিনি ৪১ মন ভূট্টা পেয়েছেন। ভূট্টা রোপনের ১৩০ দিনের মধ্যে তিনি ফসল সংগ্রহ করতে পেরেছেন। নতুন জাতের এ ভূট্টার অধিক ফলনে তিনি খুশী।

দৈনিক বগুড়া