শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুপচাঁচিয়ায় সড়কে যানজট নিরসনে থানার ওসির সচেতনতামূলক প্রচারাভিযান

দুপচাঁচিয়ায় সড়কে যানজট নিরসনে থানার ওসির সচেতনতামূলক প্রচারাভিযান

বগুড়ার দুপচাঁচিয়ায় সড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ নিজ উদ্যোগে বুধবার ও বৃহস্পতিবার উপজেলা সদরের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনের জন্য ব্যাপক প্রচারাভিযান পরিচালনা করেছেন।

এসময় তিনি মোড়ে মোড়ে রাস্তার ওপর বসানো দোকানী, দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাস, ব্যাটারী চালিক অটো ভ্যান, সিএনজি সহ যানবাহন পরিচালনাকারীদের বিভিন্নভাবে বুঝিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত ২ঘণ্টব্যাপী তিনি এসআই, এএসআই ও পুলিশ সদস্যদের নিয়ে এ গণসচেতনতামূলক প্রচার অভিযান পরিচালনা করেন। এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, যানজট নিরসনে প্রাথমিকভাবে সচেতনতা সৃষ্টির জন্য তাদেরকে বোঝানো হচ্ছে। এরপরও আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক বগুড়া