শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ

ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ

বগুড়ার ধুনট উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় ১৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র হিসেবে বেঞ্চ প্রদান করা হয়েছে। প্রকল্পটির আওতায় ৪৫ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ৬০২ জোড়া উন্নতমানের বেঞ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্ত¡রে বেঞ্চগুলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে হস্তান্তর করেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান এমপি। পরে তিনি উপজেলা পরিষদের ইছামতি হলরুমে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মনিরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, ইউপি চেয়ারম্যান এসএম মাসুদ রানা, হাসান আহমেদ জেমস মল্লিক, সোনিতা নাসরিন, আনোয়ারুল ইসলাম, বেলাল হোসেন বাবু, হাসানুল করিম পুটু, সাজ্জাদ হোসেন শিপন, মাসুদুল হক বাচ্চু, তোজাম্মেল হক, জাকির হোসেন জুয়েল, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সহসভাপতি রেজাউল হক মিন্টু, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কামরুল ইসলাম ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা সামছুল হক।শেষে উপজেলা পরিষদের সমন্বয় সভা এবং ভোটার তালিকা হালনাগাদ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক বগুড়া